শিরোনাম: ইবাদত বা উপাসনার বিধিবিধান
বিবরণ:
এই বিভাগের লক্ষ্য হলো ইবাদত বা উপাসনার মূল বিধিবিধানগুলি এবং তার সঠিক উৎস উপস্থাপন করা। এবং সমস্ত ইবাদত বা উপাসনার দলিল প্রমাণ পবিত্র কুরআন এবং আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর হাদীসের সাথে সংযুক্ত করা। আর এই বিভাগে ওই সমস্ত ইবাদত বা উপাসনার জ্ঞান ও বিধিবিধানের কথা আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর এবং সাহাবীগণ [রাদিয়াল্লাহু আনহুম]এর নিয়ম মোতাবেক বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে, যে সমস্ত ইবাদত বা উপাসনা বাস্তবায়িত করার দায়িত্ব রয়েছে প্রকৃত ইমানদার মুসলিম ব্যক্তির উপরে।
গৌণ বিষয়সমূহ
পবিত্রতা
দুই সাক্ষ্য প্রদান করার পর নামাজ হলো প্রকৃত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আর যেহেতু পবিত্রতা ছাড়া নামাজ সঠিক হয় না; সেহেতু ছাত্রের জন্য উচিত, সে যেন পবিত্রতা অর্জনের বিধিবিধানের জ্ঞান লাভ করার বিষয়টি শুরু করে। যাতে তার নামাজ সঠিকভাবে সম্পাতিদ হয়।
নামাজের বিষয়
নামাজ হলো প্রকৃত ইসলাম ধর্মের একটি মহান স্তম্ভ। আর মুসলিম ব্যক্তির প্রতি প্রকৃত ইসলামের বিধান মোতাবেক সমস্ত ইবাদত বা উপাসনার মধ্যে নামাজ পড়ার নিয়ম পদ্ধতির জ্ঞান লাভ করা প্রথম দায়িত্ব। দুই সাক্ষ্য: আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই আর মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] আল্লাহর বার্তাবহ রাসূল, এই দুই কথার সাক্ষ্য প্রদানের পর নামাজই হলো প্রকৃত ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ।তাই নামাজ পরিত্যাগ করে সঠিক মুসলিম হওয়া যায় না।
জাকাত
জাকাত প্রদান করা হলো প্রকৃত ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ। জাকাত প্রদান করা মহান আল্লাহ ফরজ বা অপরিহার্য করে দিয়েছন। জাকাত প্রদানকারীকে এবং গ্রহণকারীকে পরিশুদ্ধ ও পবিত্র করার জন্য। যদিও এতে অর্থের পরিমাণ কমে যায় বলে মনে হয়, কিন্তু এর অন্যতম প্রভাব হলো: অর্থের বৃদ্ধি হয় বরকত বা কল্যাণের মাধ্যমে। অর্থের বৃদ্ধি হয় সংখ্যায় এবং ইমানের বৃদ্ধি ইমানদার ব্যক্তির হৃদয়ে হয়।
রোজার বিষয়
প্রকৃত ইসলাম ধর্মে রমাজান মাসের রোজা হলো চতুর্থ স্তম্ভ। আর রোজা রাখা হলো একটি বড়ো ইবাদত বা বড়ো উপাসনা। মহান আল্লাহ রোজা রাখা মুসলিম জাতির প্রতি ফরজ বা অপরিহার্য করে দিয়েছেন। যেরূপ রোজা রাখা ফরজ বা অপরিহার্য করেছিলেন পূর্ববর্তী লোকদের প্রতি। যাতে এর মাধ্যমে ধর্মপরায়ণতা একাগ্রতা ন্যায়পরায়ণতা এবং আল্লাহরসন্তুষ্টি লাভ করা হয়। আর রোজা হলো সকলকল্যাণ লাভের চাবিকাঠি।
হজ্জ
হজ্জ হলো প্রকৃত ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ। আর হজ্জ সক্ষম সাবালক মুসলিম নারী ও পুরুষের জীবনে একবার মাত্র ফরজ বা অপরিহার্য কর্তব্য।
শিরোনাম: মরণ এবং জানাজা
বিবরণ:
মৃত্যুবরণেরমাধ্যমেমানবজীবনেরচুড়ান্তসমাপ্তিঘটেনা।বরং এর দ্বারা মানুষের একটি নতুন পর্যায়ের এবং পরকালের পূর্ণাঙ্গ জীবনের সূচনা হয়। যেমন প্রকৃত ইসলাম ধর্ম মানুষের জন্মের পর থেকেই তার সমস্ত অধিকারের সংরক্ষণে আগ্রহী, তেমনি এই ধর্ম মৃত ব্যক্তির কল্যাণের জন্য তার সমস্ত অধিকারের সংরক্ষণে তৎপর। আর তার পরিবার এবং তার সমস্ত আত্মীয় স্বজনের অবস্থার সংরক্ষণের প্রতিও যত্নবান।