উপাসনা বা ইবাদত
প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক উপাসনা বা ইবাদত হলো: অতিভক্তি ও ভালোবাসাএবংশ্রদ্ধাসহকারে আত্মসমর্পণের সহিত পরম আনুগত্য করা। আর এটি হলো প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহরই অধিকার তাঁর সৃষ্ট মানব জাতির প্রতি। তাই সকল প্রকারের উপাসনা বা ইবাদত একমাত্র তাঁরই অধিকার, অন্য কারো নয়। আর উপাসনা বা ইবাদতের মধ্যে পড়ছে: ওই সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজ, যে সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজকে সেই প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। আর তিনি যে সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজকে ভালোবাসেন, সে সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজ সম্পাদন করার প্রতি তিনি সমস্ত মানুষকে আদেশ দিয়েছেন ও উৎসাহিত করেছেন। প্রকাশ্য কথা ও কাজের মধ্যে রয়েছে নামাজ পড়া, জাকাত প্রদান করা এবং হজ্জ পালন করা। অপ্রকাশ্য কাজের মধ্যে রয়েছে হৃদয়ে মহান আল্লাহর জিকির বা স্মরণ, তাঁর বিপরীত পথ অবলম্বন করা হতে তাঁকে ভয় করা, তাঁর উপরে ভরসা রাখা, তাঁর কাছে সাহায্য প্রার্থনা করা এবং অন্যান্য বিষয়।