ইমান স্থাপন করা
আল্লাহর সমস্ত বার্তাবহ রাসূল নাবী বা পয়গম্বর ও দূতের একমতে বা একবাক্যে বার্তা ছিলো তাদের আপন আপন সম্প্রদায়ের জন্য এটাই যে, তারা যেন সবাই প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য এক ও অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বা উপাসনা করে আর জেনে রাখে যে, তাঁর কোনো শরিক বা অংশীদার নেই। এবং তাঁকে বাদ দিয়ে যে সমস্ত বস্তু বা ব্যক্তির ইবাদত বা উপাসনা করা হয়, সে সমস্ত বস্তু বা ব্যক্তিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। আর এটাই হলো পবিত্র বাণী “লাইলাহা ইল্লাল্লাহ এর অর্থ । অর্থাৎ: প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই । এই পবিত্র বাণী “লাইলাহা ইল্লাল্লাহ ” আন্তরিকতার সহিত পাঠ করে মানুষ প্রকৃত ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে।