শিখতে থাকুন

আপনি তো নিবন্ধিত হননি।
শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি এখনই নিবন্ধন করুন, এর দ্বারা আপনার অগ্রগতিকে অঅপনি ধরে রাখতে পারবেন, আপনার সাংকেতিক চিহ্ন বা পয়েন্টগুলির সংখ্যা একত্রিত করতে পারবেন এবং বিভিন্ন প্রকারের প্রতিযোগিতায় আপনার প্রবেশের সুযোগ হবে। তাই এই শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি নিবন্ধিত হন, আপনি সেই পাঠ্য বিষয়গুলিতে একটি বৈদ্যুতিন সার্টিফিকেট পাবেন, যে পাঠ্য বিষয়গুলির আপনি জ্ঞান লাভ করবেন।

দুই সাক্ষ্য প্রদান করা

 প্রকৃত ইসলাম ধর্মে একত্বের বা তওহিদের বাণী হলো:

"لَا إِلَهَ إِلَّا اللَّهُ".

অর্থ: “আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রকৃত উপাস্য নেই”।

প্রকৃত ইসলাম ধর্ম এই পবিত্র বাণীকে সবচেয়ে বেশি মর্যাদা প্রদান করেছে এবং সবচেয়ে বেশি সম্মানিত করেছে। তাই প্রকৃত ইমানদার মুসলিম সমাজের সবচেয়ে বড়ো কর্তব্য হলো: এই পবিত্র বাণীকে রক্ষা করা ও মেনে চলা। আর যে ব্যক্তি প্রকৃত ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা পোষণ করবে, সে ব্যক্তির সবচেয়ে বড়ো দায়িত্ব হবে: এই পবিত্র বাণীর প্রতি অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং একনিষ্ঠতার সহিত এই পবিত্র বাণীর উচ্চারণ করা। সুতরাং যে ব্যক্তি এই পবিত্র বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আস্থা রাখবে এবং প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পাঠ করবে, সে ব্যক্তি জাহান্নামের আগুনের অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি হতে পরিত্রাণ পাবে। যেহেতু আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: 

"فإنَّ اللَّهَ حَرَّمَ علَى النَّارِ مَن قالَ: لَا إلَهَ إلَّا اللَّهُ، يَبْتَغِي بذلكَ وجْهَ اللَّهِ".

অর্থ: “যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের ইচ্ছায় “লাইলাহা ইল্লাল্লাহ” পাঠ করবে, মহান আল্লাহ সেই ব্যাক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন”। (সহীহ বুখারী, হাদীস নং ৫৪০১]।

পাঠ্য বিষয়সমূহ

আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, এই কথার সাক্ষ্য প্রদান করা।
আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর পরিচয়
মুহাম্মাদ‏ ‏‎[সাল্লাল্লাহু‏ ‏আলাইহি‏ ‏ওয়াসাল্লাম] আল্লাহর‏ ‏‎‏‏বার্তাবহ‏ ‏রাসূল বলে সাক্ষ্য প্রদান ‎করা। ‎