নামাজের বিষয়
নামাজ হলো প্রকৃত ইসলাম ধর্মের একটি মহান স্তম্ভ। আর মুসলিম ব্যক্তির প্রতি প্রকৃত ইসলামের বিধান মোতাবেক সমস্ত ইবাদত বা উপাসনার মধ্যে নামাজ পড়ার নিয়ম পদ্ধতির জ্ঞান লাভ করা প্রথম দায়িত্ব। দুই সাক্ষ্য: আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই আর মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] আল্লাহর বার্তাবহ রাসূল, এই দুই কথার সাক্ষ্য প্রদানের পর নামাজই হলো প্রকৃত ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ।তাই নামাজ পরিত্যাগ করে সঠিক মুসলিম হওয়া যায় না।