মডেল: বর্তমান বিভাগ
পাঠ্য বিষয় সূরা ফাতিহার ভাবার্থের অনুবাদ
সূরা ফাতিহা হলো নামাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই সূরা ফাতিহা ছাড়া নামাজ সঠিক হয় না।
আমি প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর প্রশংসা করি তাঁর সমস্ত গুণাবলি, সকল কর্ম তাঁর সমস্ত প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ এবং তাঁর ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানের সহিত। আর প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহ হলেন সমস্ত সৃষ্টি জগতের প্রভু, স্রষ্টা, মালিক, পরিচালক এবং লালনপালনকারী অনুগ্রহকারী দয়াশীল। সারা জাহান বলা হয় প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর সত্তা ছাড়া সব জগতের সমস্ত বস্তুকে, যেমন:- মানুষ, জিন, ফেরেশতা, জীবজন্তু ইত্যাদি
0প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর দুটি নাম: তার মধ্যে আর্রহমান এর অর্থ হলো এই যে, যার সাধারণ করুণা সবকিছুকে ঘিরে ও পরিবেষ্টিত করে রেখেছে। এবং আর্রহীম এর অর্থ হলো এই যে, যার করুণা প্রকৃত ইমানদার মুসলিম সমাজের জন্য নির্ধারিত রয়েছে।
অর্থাৎ, আলমালিক এর অর্থ হলো এই যে, যিনি পরকালের শেষ দিবসে প্রতিদান ও হিসাবের পরিচালক ও তত্বাবধায়ক এবং মালিক। আর এই বিষয়টি মুসলিম ব্যক্তিকে পরকালের শেষ দিবসের কথা স্মরণ করিয়ে দেয় এবং তাকে সৎ কর্ম করার প্রতি উৎসাহিত করে।
হে সকল প্রকারের সৃষ্টি জগতের রক্ষক ও প্রতিপালক মহান আল্লাহ! আমরা আপনাকে ছাড়া অন্য কোনো সত্তার উপাসনা করি না। বিশেষভাবে আমরা আপনারই উপাসনা করি এবং আমরা আপনার সাথে আপনার উপাসনায় অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে অংশীদার স্থাপিত করি না। আমরা আমাদের সমস্ত বিষয়ে কেবলমাত্র আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। কেননা সমস্ত বিষয় রয়েছে শুধুমাত্র আপনারই হাতে। সৃষ্টি জগতের কোনো বস্তু বা ব্যক্তির হাতে বিন্দুমাত্র বা পরমাণু পরিমাণ কিছু নেই।
হে সকল প্রকারের সৃষ্টি জগতের রক্ষক ও প্রতিপালক মহান আল্লাহ! আপনি আমাদেরকে সেই সরল সঠিক পথে অবিচল থাকার শক্তি প্রদান করুন। আর তারই উপরে আমাদেরকে অটল রাখুন। আর সেই সরল সঠিক পথ হলো সুস্পষ্ট ও প্রকৃত ইসলাম ধর্ম, যে ধর্ম মহান আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের দিকে নিয়ে যায়। আর যে ধর্মের প্রতি আল্লাহর বার্তাবহ রাসূল শেষ নাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] আহ্বান করেছেন। আর এই সুস্পষ্ট ও প্রকৃত ইসলাম ধর্মের প্রতি অটল না থাকলে মানুষ সুখশান্তির কোনো পথ পাবে না।
অর্থাৎ সেই সমস্ত বার্তাবহ রাসূল ও নাবী এবং ন্যায়পরায়ণ লোকের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন এবং যাদেরকে আপনি সুপথগামী ও প্রকৃত ইসলামের ধারক বাহক করেছেন আর যারা সত্যের কাণ্ডারী ও অনুসারী ছিলেন। আর আমাদেরকে তাদের পথ হতে রক্ষা করুন, যাদের প্রতি আপনার ক্রোধ ও কোপ অবতীর্ণ হয়েছে। যেহেতু তারা সত্যকে জানার পর প্রকৃত ইসলামের ও সত্যের অনুসারী হয়নি। এবং যারা প্রকৃত ইসলাম ধর্মের পথ হতে বিপথগামী হয়েছে, আমাদেরকে তাদেরও পথ হতে রক্ষা করুন। যেহেতু তারা তাদের অজ্ঞতার কারণে প্রকৃত ইসলামের ও সত্যের অনুসারী হয়নি।