শিরোনাম: শীতকালের বিধিবিধান
বিবরণ:
প্রকৃত ইসলাম হলো একটি ব্যাপক ধর্ম। আর এই ধর্মটি মানব জীবনের সমস্ত বিষয়কে তার প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর সাথে সংযুক্ত করে রাখে। তার জীবন যেন মহৎ উদ্দেশ্যে সুপ্রতিষ্ঠিত হয় এবং তার জীবন পদ্ধতি যেনতাৎপর্যপূর্ণ ও গৌরবান্বিত হয়। তাই প্রকৃত ইমানদার মুসলিম ব্যক্তির জীবন সদাসর্বদা তার প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর উপাসনায় অতিবাহিত হয়। আর প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক শীতকালের জন্য এমন কতকগুলি বিধিবিধান রয়েছে যে, সেই বিধিবিধানগুলি জড়িয়ে আছে পবিত্রতা অর্জন, নামাজ, পোশাক এবং বৃষ্টি বর্ষণ ইত্যাদির নিয়মকানুনের সাথে। অতএব আমরা এই অনুচ্ছেদে উল্লিখিত বিধিবিধানের কিছু অংশ উপস্থাপন করবো ইনশাআল্লাহ।