রোজার বিষয়
প্রকৃত ইসলাম ধর্মে রমাজান মাসের রোজা হলো চতুর্থ স্তম্ভ। আর রোজা রাখা হলো একটি বড়ো ইবাদত বা বড়ো উপাসনা। মহান আল্লাহ রোজা রাখা মুসলিম জাতির প্রতি ফরজ বা অপরিহার্য করে দিয়েছেন। যেরূপ রোজা রাখা ফরজ বা অপরিহার্য করেছিলেন পূর্ববর্তী লোকদের প্রতি। যাতে এর মাধ্যমে ধর্মপরায়ণতা একাগ্রতা ন্যায়পরায়ণতা এবং আল্লাহরসন্তুষ্টি লাভ করা হয়। আর রোজা হলো সকলকল্যাণ লাভের চাবিকাঠি।