জাকাত
জাকাত প্রদান করা হলো প্রকৃত ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ। জাকাত প্রদান করা মহান আল্লাহ ফরজ বা অপরিহার্য করে দিয়েছন। জাকাত প্রদানকারীকে এবং গ্রহণকারীকে পরিশুদ্ধ ও পবিত্র করার জন্য। যদিও এতে অর্থের পরিমাণ কমে যায় বলে মনে হয়, কিন্তু এর অন্যতম প্রভাব হলো: অর্থের বৃদ্ধি হয় বরকত বা কল্যাণের মাধ্যমে। অর্থের বৃদ্ধি হয় সংখ্যায় এবং ইমানের বৃদ্ধি ইমানদার ব্যক্তির হৃদয়ে হয়।