শিরোনাম: বিভিন্ন প্রকারের উপলক্ষ
বিবরণ:
প্রকৃত ইসলাম হলো সকল জাতির মনব সমাজের কল্যাণদায়ক ব্যাপক ধর্ম। তাই প্রকৃত ইসলাম ধর্মের বার্তা হলো সারা বিশ্ববাসীর বার্তা এবং সকল যুগের সর্বজনীন বার্তা। এই বিভাগে এমন নির্বাচিত কতকগুলি বিষয় উপস্থাপন করা হবে যে, সেই বিষয়গুলির প্রয়োজন মুসলিম ব্যক্তি জন্য বিভিন্ন পরিস্থিতিতে এবং বিভিন্ন অবস্থায় প্রকাশ পেয়ে থাকে।
গৌণ বিষয়সমূহ
শিরোনাম: শীতকালের বিধিবিধান
বিবরণ:
প্রকৃত ইসলাম হলো একটি ব্যাপক ধর্ম। আর এই ধর্মটি মানব জীবনের সমস্ত বিষয়কে তার প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর সাথে সংযুক্ত করে রাখে। তার জীবন যেন মহৎ উদ্দেশ্যে সুপ্রতিষ্ঠিত হয় এবং তার জীবন পদ্ধতি যেনতাৎপর্যপূর্ণ ও গৌরবান্বিত হয়। তাই প্রকৃত ইমানদার মুসলিম ব্যক্তির জীবন সদাসর্বদা তার প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর উপাসনায় অতিবাহিত হয়। আর প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক শীতকালের জন্য এমন কতকগুলি বিধিবিধান রয়েছে যে, সেই বিধিবিধানগুলি জড়িয়ে আছে পবিত্রতা অর্জন, নামাজ, পোশাক এবং বৃষ্টি বর্ষণ ইত্যাদির নিয়মকানুনের সাথে। অতএব আমরা এই অনুচ্ছেদে উল্লিখিত বিধিবিধানের কিছু অংশ উপস্থাপন করবো ইনশাআল্লাহ।
শিরোনাম: সফর বা ভ্রমণের বিধিবিধানসমূহ।
বিবরণ:
প্রকৃত ইসলাম ধর্ম হলো মঙ্গলদায়ক পূর্ণাঙ্গ জীবন বিধান। তাই এই পবিত্র ধর্ম মানব জীবনের সমস্ত পরিস্থিতি ও তার অবস্থার সাথে গভীরভাবে জড়িয়ে আছে।তাই তার জন্য সর্ব স্থানে, সর্ব অবস্থায়, ভ্রমণে, স্থিরতায়, চলাফেরায়, রসিকতায় বা হাসি তামাশায় ও বাস্তবতায় প্রকৃত ইসলাম ধর্মের বিধিবিধান নির্ধারিত রয়েছে। আর সফর বা ভ্রমণের বিষয়টি হলো সামাজিক জীবনের একটি অংশ। সুতরাং সফরে বা ভ্রমণে প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহ আমাদেরকে কতকগুলি করণীয় কাজ দিয়েছেন, সেই কাজগুলিকে আমরা পালন করবো। আবার তিনি আমাদেরকে কতকগুলি বর্জনীয় কাজদিয়েছেন, সেই কাজগুলিকে আমরা বর্জন করবো।
এই অনুচ্ছেদে আমরা প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক সফর বা ভ্রমণের কতকগুলি বিধিবিধান উপস্থাপন করবো।
শিরোনাম: মহামারী ও বিভিন্ন প্রকারের ব্যাধি।
বিবরণ: মহামারীতে আক্রান্ত হওয়ার বিষয়টি হলো প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর নির্ধারিত ভাগ্যের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই মহামারীতে মুসলিম ও অমুসলিম সবাই আক্রান্ত হয়। তবে মুসলিম ব্যক্তি দুর্যোগে বা বিপদে আক্রান্ত হলে তার অবস্থা অমুসলিম ব্যক্তির আক্রান্ত হওয়ার অবস্থার মতো হয় না। যেহেতু সে তার প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান প্রতিপালক আল্লাহর প্রদত্ত শিক্ষা ও আদেশ মোতাবেক যে কোনো দুর্যোগের বা বিপদের শক্তিশালী হয়ে মোকাবিলা করে ও ধৈর্যধারণ করে। এবং দুর্যোগ বা বিপদ আসার আগে বৈধ পন্থায় তাকে প্রতিহত করে আর দুর্যোগ বা বিপদ আসার পর তাতে থেকে মুক্তি ও আরোগ্য লাভেরও বৈধ পন্থা অবলম্বন করে।