শিখতে থাকুন

আপনি তো নিবন্ধিত হননি।
শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি এখনই নিবন্ধন করুন, এর দ্বারা আপনার অগ্রগতিকে অঅপনি ধরে রাখতে পারবেন, আপনার সাংকেতিক চিহ্ন বা পয়েন্টগুলির সংখ্যা একত্রিত করতে পারবেন এবং বিভিন্ন প্রকারের প্রতিযোগিতায় আপনার প্রবেশের সুযোগ হবে। তাই এই শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি নিবন্ধিত হন, আপনি সেই পাঠ্য বিষয়গুলিতে একটি বৈদ্যুতিন সার্টিফিকেট পাবেন, যে পাঠ্য বিষয়গুলির আপনি জ্ঞান লাভ করবেন।

পবিত্র কুরআন

প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহ তাঁর সৃষ্টিকুলের সেরা সর্বশ্রেষ্ঠ বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রতি পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন। মানব জাতিকে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সুপথগামী করার জন্য এবং পাপের অন্ধকার থেকে পুণ্যের উজ্জ্বল পথে পরিচালিত করার জন্য। তাই মহান আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন:

﴿قَدْ جَاءَكُمْ مِنَ اللهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ * يَهْدِي بِهِ اللهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهُ سُبُلَ السَّلامِ وَيُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ﴾، (المائدة: 15، 16).

ভাবার্থের অনুবাদ: “অবশ্যই তোমাদের কাছে আমার বার্তাবহরাসূল বিশ্বনাবী মুহাম্মাদ অথবা প্রকৃত ইসলাম ধর্ম এসেছে এবং এসেছে প্রয়োজনীয় সমস্ত বিধিবিধানসহ ঐশীবাণীর পবিত্র গ্রন্থ উজ্জ্বল কুরআন। প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহ সেই পবিত্র গ্রন্থ আল কুরআনের দ্বারা তাদেরকে শান্তি ও সাফল্যের পথে পরিচালিত করবেন, যারা তাঁর সন্তুষ্টি লাভের পথ অবলম্বন করেছে। আর তিনি তাদেরকে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সুপথগামী করার জন্য পাপের অন্ধকার থেকে পুণ্যের উজ্জ্বল পথে পরিচালিত করবেন এবং তাদেরকে প্রকৃত ইসলাম ধর্মের প্রতি সুপ্রতিষ্ঠিত করবেন। সুতরাং তাদের জীবন হবে মঙ্গলময় ও সুখশান্তিতে পূর্ণ”। (সূরা আল মায়েদা, আয়াত নং ১৬-১৭ এর অংশবিশেষ)। 

পাঠ্য বিষয়গুলি সমাপ্তি করার হার পবিত্র কুরআন