মডেল: বর্তমান বিভাগ
পাঠ্য বিষয় ক্রয়বিক্রয়
ক্রয়বিক্রয়ের সংজ্ঞা
ক্রয়বিক্রয় এর আভিধানিক অর্থ হলো: কোনো কিছুর বদলে কোনো কিছু বিনিময় করা। ক্রয়বিক্রয় এর পারিভাষিক অর্থ হলো: মালের বদলে মাল বিনিময় করে মালিক হওয়া ও মালিকানা প্রদান করা।
ক্রয়বিক্রয় এর বিধান
পবিত্র কুরআন এবং হাদীস ও সমস্ত আলেম বা বিদ্বানের সর্বসম্মতিক্রমে ক্রয়বিক্রয় হলো একটি বৈধ চুক্তি। তাই মহান আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন: (وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ)، سورة البقرة، جزء من الآية 275. ভাবার্থের অনুবাদ: “আল্লাহ ক্রয়বিক্রয় বা ব্যবসাকে বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন”। (সূরা আল বাকারা, আয়াত নং 275 এর অংশবিশেষ)।
ক্রয়বিক্রয় বা ব্যবসা বৈধ হওয়ার তাৎপর্য।
১। একজন লোক অন্য আরেক জন লেকের খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য, বস্ত্র ও বাসস্থান ইত্যাদির মুখাপেক্ষী হয়ে থাকে। আর এই সমস্ত জিনিসের মালিক বিনিময় ব্যতীত কিছু প্রদান করবে না। তাই ক্রয়বিক্রয়ের মাধ্যমে এই সমস্ত জিনিস অর্জন করা সম্ভব হয়। খরিদ্দার বা ক্রেতা ক্রয়মূল্য প্রদান করে আর বিক্রেতা বা বিক্রয়কারী বিক্রয়মূল্য বা পণ্যদ্রব্য প্রদান করে।
২। সম্ভাব্য সর্বোত্তম উপায়ে মানুষের জীবন রক্ষা করা। যেহেতু মানুষ তার প্রয়োজনীয় জিনিস ক্রয় করা ব্যতীত অর্জন করতে পারে না।
২। চুরি করা, বলপূর্বক ছিনিয়ে নেওয়া এবং জালিয়াতি করা ইত্যাদি অপকর্ম সমাজকে কলুষিত করে। তাই মানুষ তার প্রয়োজনীয় জিনিস ক্রয় করার মাধ্যমে অর্জন করে।