শিখতে থাকুন

আপনি তো নিবন্ধিত হননি।
শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি এখনই নিবন্ধন করুন, এর দ্বারা আপনার অগ্রগতিকে অঅপনি ধরে রাখতে পারবেন, আপনার সাংকেতিক চিহ্ন বা পয়েন্টগুলির সংখ্যা একত্রিত করতে পারবেন এবং বিভিন্ন প্রকারের প্রতিযোগিতায় আপনার প্রবেশের সুযোগ হবে। তাই এই শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি নিবন্ধিত হন, আপনি সেই পাঠ্য বিষয়গুলিতে একটি বৈদ্যুতিন সার্টিফিকেট পাবেন, যে পাঠ্য বিষয়গুলির আপনি জ্ঞান লাভ করবেন।

মডেল: বর্তমান বিভাগ

পাঠ্য বিষয় মাতাপিতার অধিকার

এই অনুচ্ছেদে আমরা মাতাপিতার সাথে ন্যায়পরায়ণতার বিষয় ও তার মর্যাদার জ্ঞান লাভ করবো। আর প্রকৃত ইসলামের শিক্ষার আলোকে এবং সাধারণ বিধিবিধানের আলোকে মাতাপিতার জন্য ছেলেদের দায়িত্ব ও কর্তব্যের জ্ঞান লাভ করবো।

  • প্রকৃত ইসলাম ধর্মে মাতাপিতার মহা মর্যাদার বিবরণ।
  • মাতাপিতার সাথে ন্যায়পরায়ণতা বজায় রাখার প্রতি উৎসাহ প্রদান করা এবং তাদের সাথে আচরণ কারাপ করা হতে সতর্ক করা।
  • পিতামাতার জন্য সন্তানদের কতকগুলি জরুরি কর্তব্য জানা দরকার।
  • পিতামাতার সাথে আচরণ ভালো রাখার পদ্ধতি।

অন্য একজন ছাত্রকে গণনা করুন। এই পাঠ্য বিষয়টি সম্পূর্ণ করুন

প্রকৃত ইসলাম ধর্মে মাতাপিতার মর্যাদা

প্রকৃত ইসলাম ধর্ম মাতাপিতাকে মহা মর্যাদা ও মহা সম্মান প্রদান করেছে। এবং ‎তাওহীদ বা একত্বের মূল বিষয়ের সঙ্গে মাতাপিতার সাথে সদ্ব্যবহারের বিষয়টিকে ‎সর্বশ্রেষ্ঠভাবে সংযুক্ত করেছে। তাই মহান আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন: ‎ ‏(وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ ), سورة الإسراء, جزء من الآية 23.‏ ভাবার্থের অনুবাদ: “আর তোমার প্রতিপালক এই বলে চূড়ান্ত আদেশ প্রদান করেছেন ‎যে, হে সকল জাতির মানব সমাজ! তোমরা সত্য উপাস্য মহান আল্লাহ ব্যতীত অন্য ‎কারো উপাসনা বা ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাসর্বদা ন্যায়পরায়ণতার ‎সহিত সদ্ব্যবহার বজায় রাখবে”। (সূরা আল ইসরা, আয়াত নং ২৩ এর অংশবিশেষ) ‎। সত্য উপাস্য মহান আল্লাহ পিতামাতাকে ছেলেমেয়েদের বা সন্তানগণের সৃষ্টির মাধ্যম ও ‎উপাদান হিসেবে নির্ণয় করেছেন। আর ছেলেমেয়েরা বা সন্তানগণ তাদের ‎পিতামাতার অধিকার কোনো দিন ফিরিয়ে দিতে পারবে না। এবং তাদের যত্ন, সেবা, ‎শান্তি ও প্রতিপালনের জন্য তাদের পিতামাতা যে ক্লান্তি, কষ্ট, ক্লেশ ও বেদনা সহ্য করে ‎এবং বিশ্রাম ও আরাম ত্যাগ করে জাগ্রত থাকে, তার পুরস্কার বা বিনিময় কিংবা বদলা ‎তারা কোনো দিন ফিরিয়ে দিতে পারবে না।

মহান আল্লাহর ন্যায়বিচার হলো এই যে, পিতামাতা তাদের সন্তানদের প্রতিপালনের ‎জন্য ও তাদের সেবা এবং যত্নের জন্য যে কষ্ট ও বেদনা সহ্য করেছেন, তার প্রতিদান ‎হিসেবে তিনি পিতামাতার কতকগুলি অধিকার সন্তানদের উপরে নির্ধারিত করে ‎দিয়েছেন। তাই মহান আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন: ‎ ‏ (وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا), سورة العنكبوت, جزء من الآية 8.‏ ভাবার্থের অনুবাদ: “আমি মানুষকে এই বলে আদেশ প্রদান করেছি যে, সে যেন তার ‎পিতামাতার সাথে সদাসর্বদা ন্যায়পরায়ণতার সহিত সদ্ব্যবহার বজায় রাখে”। (সূরা আল ‎আনকাবূত, আয়াত নং ৮ এর অংশবিশেষ)। মহান আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে আরো বলেছেন: ‎ ‏ (وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا), سورة لقمان، جزء من الآية 15. ‏ ভাবার্থের অনুবাদ: “আর যে সমস্ত জাগতিক বিষয়ে কোনো পাপ নেই সে সমস্ত বিষয়ে ‎তুমি তোমার অমুসলিম পিতামাতার সাথেও সদাসর্বদা ন্যায়পরায়ণতার সহিত সদ্ভাব ও ‎সম্প্রীতি বজায় রাখবে”। (সূরা লোকমান, আয়াত নং ১৫ এর অংশবিশেষ)। ‎ আর একজন সাহাবী যখন আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে জিজ্ঞাসা ‎করেছিলেন এবং বলেছিলেন: ‎ يَا رَسُوْلَ اللَّهِ! مَنْ أحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: "أُمُّكَ" قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: "ثُمَّ أُمُّكَ"، قَالَ: ثُمَّ مَنْ؟ ‏قَالَ: "ثُمَّ أُمُّكَ"، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: "ثُمَّ أَبُوْكَ".‏ ‏(صحيح البخاري، رقم الحديث 5971، وأيضاً صحيح مسلم، رقم الحديث 1 - (2548)،‎ ‎‏).‏ অর্থ: হে আল্লাহর রাসূল! আমার ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহারের অধিকতর অধিকারী ‎কে? আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছিলেন: “তোমার মাতা” । ‎সেই লোকটি বলেছিলেন: তারপর কে? তিনি বলেছিলেন: “তারপর তোমার মাতা” ‎সেই লোকটি আবার জিজ্ঞাসা করেছিলেন: তারপর কে? তিনি বলেছিলেন: “তাপরও ‎তোমার মাতা” তারপর সেই লোকটি আবার বলেছিলেন: তারপর কে? তখন আল্লাহর ‎রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছিলেন: “তারপর তোমার পিতা”। ‎ ‎[সহীহ বুখারী, হাদীস নং 5971 এবং সহীহ মুসলিম, হাদীস নং 1 - (2548)]।

পিতামাতার মর্যাদা

পিতামাতার সাথে ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহার বজায় রাখা সন্তানদের উপরে একটি ‎বড়ো অপরিহার্য কর্তব্য। তাই তাদের সাথে সৎ ও সদয় ব্যবহার করা এবং সদয় ‎আচরণ করা হলো মহা কল্যাণ লাভের কাজ এবং মহা পুণ্য লাভের কাজ। আর এই ‎কাজের মাধ্যমে মঙ্গল, জীবিকা এবং সকল প্রকারের শুভফল লাভ হয়। তাই আল্লাহর ‎রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: ‎ তার নাক ধূলিমলিন হয়ে সে ভীষণভাবে অপমানিত ও লাঞ্ছিত হোক! আবারও তার ‎নাক ধূলিমলিন হয়ে সে ভীষণভাবে অপমানিত ও লাঞ্ছিত হোক! আবারও তার নাক ‎ধূলিমলিন হয়ে সে ভীষণভাবে অপমানিত ও লাঞ্ছিত হোক! বলা হয়েছিলো: সে কোন ‎ব্যক্তি, হে আল্লাহর রাসূল? তিনি বলেছিলেন: সে ওই ব্যক্তি যে তার পিতামাতা উভয়কে ‎অথবা একজনকে বার্ধক্যাবস্থায় পেলো অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারলো না” । ‎‎(মুসলিম 2551)।

আর মাতাপিতার সাথে ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহার বজায় রাখা হলো আল্লাহর কাছে ‎সর্বোত্তম ও সব থেকে বেশি পছন্দনীয় কাজগুলির অন্তর্ভুক্ত একটি কাজ। যেহেতু ‎আবদুল্লাহ বিন মাসউদ [রাদিয়াল্লাহু আনহু] বলেন: আমি আল্লাহর নাবী [সাল্লাল্লাহু ‎আলাইহি ওয়াসাল্লাম] কে এই বলে প্রশ্ন করেছিলাম যে, সর্বোত্তম কর্ম কোনটি? তিনি ‎বলেছিলেন: “সময় মতো নামাজ পড়া”। তারপর আমি তাঁকে আবার প্রশ্ন করেছিলাম: ‎তারপর কোনটি? তিনি বলেছিলেন: “মাতাপিতার সাথে ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহার ‎বজায় রাখা”। তারপর আমি তাঁকে আবার প্রশ্ন করেছিলাম: তারপর কোনটি? তিনি ‎বলেছিলেন: “আল্লাহর পথে জিহাদ করা”। (বুখারী ৫২৭, মুসলিম ৮৫)।

মাতাপিতার সাথে ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহার বজায় রাখা হলো নফল জিহাদের চেয়ে ‎বেশি উত্তম। এক ব্যক্তি আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কাছে এসে ‎এই বলে প্রশ্ন করেছিলো যে, আমি কি জিহাদ করতে পারি? তিনি বলেছিলেন: ‎‎“তোমার কি মাতাপিতা জীবিত আছেন? সে বলেছিলো: হ্যাঁ, আমার মাতাপিতা জীবিত ‎আছেন। তিনি বলেছিলেন: “তাহলে তাদেরকে সন্তুষ্ট করার জন্য তুমি তোমার ‎সাধ্যমতো চেষ্টা করো এবং তাদের সাথে ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহার বজায় রাখো। এর ‎মাধ্যমে আল্লাহর পথে জিহাদের পুরস্কার তোমার জন্য লিপিবদ্ধ করা হবে”। (বুখারি ‎‎5972 এবং মুসলিম 2549)। ‎

মাতাপিতাকে অপমানিত বা অপমান্য করা এবং তাদের অধিকার পূরণ না করা।

মাতাপিতাকে অপমানিত বা অপমান্য করা এবং তাদের অধিকার পূরণ না করা হলো ‎সবচেয়ে বড়ো পাপের অন্তর্ভুক্ত একটি বড়ো পাপ এবং একটি জঘন্য অপরাধ। তাই ‎হাদীসের মধ্যে আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “সবচেয়ে ‎বড়ো পাপের অন্তর্ভুক্ত পাপ হলো মহান আল্লাহর অংশীদার স্থাপন করা এবং ‎মাতাপিতাকে অপমানিত বা অপমান্য করা এবং তাদের অধিকার পূরণ না করা”। .... ‎‎(বুখারি 6919 এবং মুসলিম 87)। ‎

পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য। ‎

١
পিতামাতা যখন কোনো সৎ কাজের আদেশ দিবেন, তখন সেই আদেশ পালনের জন্য ‎সাধ্যমতো ও ক্ষমতানুসারে তাদের আনুগত্য করতে হবে। কিন্তু যদি তারা কোনো ‎পাপের কাজে বা অবাধ্যতার কাজে আদেশ দেন, তাহলে তাতে তাঁদের আনুগত্য করা ‎চলবে না। যেহেতু প্রকৃত সৃষ্টিকর্তা মহান আল্লাহর অবাধ্যতার কাজে কোনো ব্যক্তির ‎কোনো প্রকারের আনুগত্য করো চলবে না। ‎
٢
পিতামাতার সাথে ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহার সদাসর্বদা বজায় রাখতে হবে। যদিও ‎তাঁরা সন্তানদেরকে অসন্তুষ্ট ও অসম্মান করে থাকেন। মহান আল্লাহর অংশীদার স্থাপন ‎করার প্রতি এবং চিরস্থায়ী জাহান্নামে থাকার প্রতি আহ্বান করার চেয়ে বড়ো অসন্তুষ্ট ‎ও অসম্মান করার বিষয় আর কী হতে পারে? তবুও মহান আল্লাহ পবিত্র কুরআনের ‎মধ্যে আরো বলেছেন: ‎ ‏ (وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا), سورة لقمان، جزء من ‏الآية 15. ‏ ভাবার্থের অনুবাদ: “হে মানুষ! তুমি তোমার পিতামাতার সাথে ন্যায়পরায়ণতা ও ‎সদ্ব্যবহার সদাসর্বদা বজায় রাখবে। কিন্তু যেহেতু তুমি জানো না যে, আল্লাহর কোনো ‎অংশীদার নেই, তাই তোমার পিতামাতা যদি আমার অংশীদার স্থাপন করার প্রতি ‎তোমার উপরে চাপ দেয় এবং আল্লাহর নির্দেশের বিপরীত কোনো কাজ করতে বলে, ‎তাহলে তুমি তা কখনোই মানবে না। তবে যে সমস্ত জাগতিক বিষয়ে কোনো পাপ ‎নেই, সে সমস্ত জাগতিক বিষয়ে তুমি তোমার পিতামাতার সাথে সদাসর্বদা ‎ন্যায়পরায়ণতার সহিত সদ্ভাব ও সম্প্রীতি বজায় রাখবে”। (সূরা লোকমান, আয়াত নং ‎১৫ এর অংশবিশেষ)। ‎
٣
পিতামাতার যত্ন করা এবং তাঁদের প্রতি সদয় হওয়া সকল প্রকারের মঙ্গলদায়ক কাজ, ‎সেবা, আনুগত্য এবং তাঁদের ভালোবাসা অর্জন করার মাধ্যমে। আর তাঁদের সাথে ‎সদাসর্বদা ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহার বজায় রাখার মাধ্যমে। যেহেতু মহান আল্লাহ ‎পবিত্র কুরআনের মধ্যে আরো বলেছেন: ‎ ‏ (وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوْا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا)، سورة الإسراء، جزء من الآية 23. ‏ ভাবার্থের অনুবাদ: “এবং হে বিশ্বনাবী মুহাম্মাদ! তোমার সত্য উপাস্য প্রকৃত পালনকর্তা ‎ও সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমাকে উপদেশ প্রদান করেছেন যে, তুমি সকল জাতির ‎মানব সমাজকে বলে দাও! তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু বা ব্যক্তির উপাসনা ‎করবে না। এবং মাতাপিতার সাথে ভালো ব্যবহার বজায় রাখবে”। ‎(সূরা আল ইসরা ( বানী ইসরাইল), আয়াত নং ২৩ এর অংশবিশেষ)। ‎
٤
মাতাপিতাকে কোনো সময় কষ্ট না দেওয়া এবং কোনোভাবে তাঁদেরকে অপমানিত বা ‎অবহেলা না করা। মহান আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে আরো বলেছেন: ‎ ‏(إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا)، سورة ‏الإسراء، جزء من الآية 23.‏ ভাবার্থের অনুবাদ: “তোমার জীবদ্দশায় মাতাপিতার মধ্যে থেকে একজনকে বা দুইজনকে ‎যদি বার্ধক্যের অবস্থায় পেয়ে যাও, তাহলে তাদের ব্যাপারে বিরক্তি প্রকাশ করার জন্য ‎উহ শব্দটিও উচ্চারিত করবে না। এবং তাদেরকে ধমকও দিবে না বা অবজ্ঞা করবে ‎না। আর তাদের সাথে সদাসর্বদা বিনম্রতা ও ভদ্রতা বজায় রেখে কথা বলবে”। (সূরা ‎আল ইসরা ( বানী ইসরাইল), আয়াত নং ২৩ এর অংশবিশেষ)। ‎
٥
বিনয়ী হয়ে শ্রদ্ধাভরা দৃষ্টিতে মাতাপিতার সাথে ন্যায়পরায়ণতার সহিত সদয় আচরণ করবে। ‎যেহেতু মহান আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন: ‎ ‏(وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا)، سورة الإسراء، الآية 24.‏ ভাবার্থের অনুবাদ: “আর বিনয়ী হয়ে শ্রদ্ধাভরা দৃষ্টিতে মমতার ডানা মেলে ছায়ার মতো ‎মাতাপিতাকে আগলে রাখবে এবং তাদের জন্যে এই বলে দোয়া করবে:‎ ‏(رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا)، سورة الإسراء، جزء من الآية 24.‏ ভাবার্থের অনুবাদ: “হে আমার প্রতিপালক! আমার মাতাপিতা‏ ‏শৈশবে যে মমতায় আমাকে ‎লালনপালন করেছেন, আপনিও তাদের প্রতি সেইরূপ করুণা করুন”। (সূরা আল ইসরা ( বানী ‎ইসরাইল), আয়াত নং ২৪)। ‎
٦
সদাসর্বদা মাতাপিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাঁদের অনুগ্রহ ‎স্বীকার করা অপরিহার্য। তাই মহান আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন: ‎ ‏ (وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَّفِصَالُهُ فِيْ عَامَيْنِ أَنِ اشْكُرْ لِيْ وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيْرُ)، سورة ‏لقمان، الآية 14. ‏ ভাবার্থের অনুবাদ: “এবং আমি মানুষের উপর তার মাতাপিতার সাথে ‎সদাচরণের দায়িত্ব অর্পণ করেছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার ‎করে নিজের গর্ভে ধারণ করেছে। আর তাকে বুকের দুধ ছাড়াতে লাগে ‎পুরো দুই বছর। অতএব হে মানুষ! তুমি আমার প্রতি ও তোমার ‎মাতাপিতার প্রতি কৃতজ্ঞ হও। জেনে রাখো! আমার কাছেই তোমাকে ফিরে ‎আসতে হবে”। ‎(সূরা লোকমান, আয়াত নং ১৪)। ‎
٧
মাতাপিতার জন্য বৈধ পন্থায় মাল ব্যয় করা। আল্লাহর নাবী [সাল্লাল্লাহু ‎আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “তোমার দ্বারা এবং তোমার অর্থের দ্বারা ‎তোমার পিতা উপকৃত হতে পারবে। অবশ্যই তোমাদের সন্তানগণ তোমাদের ‎সর্বোত্তম উপার্জিত ধন। সুতরাং প্রয়োজনের খাতিরে তোমরা তোমাদের ‎সন্তানদের উপার্জিত সম্পদ হতে খেতে পারবে”। (আবু দাউদ 3530)।
٨
মাতাপিতার জীবদ্দশায় এবং তাদের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা। যেহেতু ‎আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “মানুষ যখন মৃত্যুবরণ করে, ‎তখন তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ! তার তিনটি কর্ম বন্ধ হয় না: সদকা বা ‎জনকল্যাণমূলক কর্ম অথবা ইষ্টাপূর্ত কর্ম। এবং এমন জ্ঞান যে সেই জ্ঞানের দ্বারা ‎মানুষের উপকার হয় আর পুণ্যবান সন্তানের দোয়া”। (মুসলিম ১৬৩১)। ‎
٩
মাতাপিতার মৃত্যুবরণ করার পরেও তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের প্রতি সদয় হওয়া। আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “কোনো ব্যক্তির সর্বোত্তম ‎পুণ্যের কাজ হলো এই যে, সে তার পিতার ঘনিষ্ঠ বন্ধুর প্রতি সদয় হবে এবং তার ‎সাথে ন্যায়পরায়ণতা ও সদ্ব্যবহার বজায় রাখবে”। (মুসলিম 2552)।

পিতামাতার সাথে আচরণের আদবকায়দা

١
তাদের কথা ভালোভাবে শ্রবণ করা এবং তাদের কথা শোনার জন্য মনোযোগী হওয়া ‎দরকার। এবং তাদের কথা বাদ দিয়ে মোবাইল ফোনে বা অন্যান্য কাজে ব্যস্ত না হওয়া ‎উচিত। ‎
٢
তাদের চাওয়ার আগেই তাদের পছন্দনীয় ভালো কাজে উদ্যোগী বা উদ্যমশীল ও ‎উৎসাহী হওয়া দরকার। আর যে বিষয়টি তাদেরকে বিরক্ত করে বা উত্ত্যক্ত করে, সে ‎বিষয়টি থেকে তাদেরকে আগে থেকেই রক্ষা করা জরুরি। ‎
٣
তাদের ডাকে সানন্দে সাড়া দেওয়া এবং তাতে দেরি বা বিলম্ব না করা উচিত। ‎
٤
তাদের দ্বারা কোনো অবৈধ কাজ বা কোনো পাপ কাজ সংঘটিত হলেও তাদেরকে ‎নম্রভাবে ও বিনয়ীর সুরে নসিহত করতে হবে এবং উপদেশ দিতে হবে। ‎
٥
পিতামাতার যদি নিষ্ঠুরতা এবং অবিচারের বিষয় প্রকাশ পায়, তাহলে তার জবাব দিতে ‎হবে ধৈর্যধারণের সহিত এবং সদ্ভাব ও সম্মানের সহিত।
٦
পিতামাতার সাথে ঝগড়া, তর্ক ও চ্যালেঞ্জের পদ্ধতি অবলম্বন করা চলবে না। ‎
٧
পিতামাতার সামনে হাসি খুশি থাকতে হবে এবং তাদের সাথে মুচকি হেসে কথা বলতে ‎হবে। ‎
٨
পিতামাতার সাথে পরামর্শ করা এবং ব্যক্তিগত কাজে তাদেরকে জড়িয়ে রাখা আর ‎তাদের মতের সম্মান করা দরকার। ‎
٩
পিতামাতার যদি পছন্দ করেন তাহলে, দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও তাদের সাথে আলাপ ‎আলোচনা করা এবং তাদের সাথে কথাবার্তা বলা আর তাদেরকে জরুরি বিষয়ে জ্ঞাত ‎করার প্রতি আগ্রহী হতে হবে। ‎
١٠
ভ্রমণে বা সফরে থাকার অবস্থায় পিতামাতার সাথে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখতে ‎হবে এবং তাদের বিষয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত থাকতে হবে। ‎

আপনি পাঠ্য বিষয়টি সফলভাবে শেষ করেছেন।


পরীক্ষা শুরু করুন