মডেল: বর্তমান বিভাগ
পাঠ্য বিষয় প্রকৃত ইসলাম ধর্মে মিরাস বা ওয়ারিসি সম্পত্তির বিধান
মৃতু ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগবাঁটোয়ারা বা বণ্টন করার নিয়মটি হলো একটি আন্তর্জাতিক মানবিক আইন। এই আইনটি অতীতে এবং বর্তমানে সারা বিশ্বে প্রচলিত। যেহেতু এই আইনটি হলো মানব সমাজের একটি স্বাভাবিক বিষয়। যেহেতু মানব সমাজের মধ্যে উত্তরাধিকারী হওয়া এবং সম্পত্তির মালিক হওয়া ও তার ব্যবস্থা করা সবাই পছন্দ করে। আর এই আইনটির দ্বারা মৃত ব্যক্তির সম্পত্তির সমাধান বা নিষ্পত্তি ও মীমাংসা করা হয়।
প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো এই যে, তাতে মিরাসের অনেক বিধিবিধান বিস্তারিতভাবে সম্পূর্ণরূপে এবং অত্যন্ত চিত্তাকর্ষক পন্থায় বর্ণিত হয়েছে। সেই সমস্ত বিধিবিধানের মধ্যে রয়েছে মৃত ব্যক্তি ও তার উত্তরাধিকারীদের বিভিন্ন অবস্থার কথা এবং তাদের প্রত্যেকের নির্দিষ্ট অংশের বিস্তারিত বিবরণ। আর প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষায় মিরাসের বিস্তারিত বিবরণের বিশিষ্টতা হলো এই যে, মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে ঝগড়াবিবাদের পথ বন্ধ করা হয়েছে। কেননা উত্তরাধিকারীরা যখন জানতে পারবে যে, মহান আল্লাহর প্রদত্ত বিধান অনুসারে তাদের মিরাস বন্টিত বা বন্টন করা হয়েছে, তখন তাদের আত্মা শান্ত হবে এবং তারা তাদের মিরাস বন্টনের বিষয়ে সন্তুষ্ট থাকবে। প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষায় মিরাস বন্টনের বিশেষ গুণের মধ্যে এই বিষয়টিও রয়েছে যে, সকল উত্তরাধিকারীর সমস্ত অধিকার সংরক্ষিত। সুতরাং মিরাস বন্টনের কোনো একটি বিষয় কোনো ব্যক্তির বিচার বিবেচনা বা চিন্তাভাবনার উপরে ছেড়ে দেওয়া হয় নি। যাতে তারা এই রকম করতে না পারে যে, যাকে ইচ্ছা তাকে তারা মিরাস বা ওয়ারিসি সম্পত্তি প্রদান করবে আর যাকে ইচ্ছা তাকে তারা মিরাস বা ওয়ারিসি সম্পত্তি থেকে বঞ্চিত বা প্রতারিত করবে আর তারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে বিচ্ছিন্ন হয়ে যাবে।
উত্তরাধিকারের রুকন বা স্তম্ভ
তিনি হলেন ওই মৃত ব্যক্তি, যিনি মিরাস বা ওয়ারিসি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেছেন।
উত্তরাধিকারী হলেন তিনিই, যিনি মৃত ব্যক্তির পরে জীবিত থাকেন - বা যিনি জীবিত ব্যক্তিদের সাথে সংযুক্ত থাকেন – অর্থাৎ যিনি মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার উত্তরাধিকারী হিসেবে পরিগণিত হন তার মিরাস বা ওয়ারিসি সম্পত্তি লাভের অধিকারী হওয়ার কারণে।
অথবা মিরাস বা ওয়ারিসি সম্পত্তি কিংবা উত্তরাধিকার হলো সেই অর্থ বা ধনসম্পদ, যে অর্থ বা ধনসম্পদ মৃত ব্যক্তি তার উত্তরাধিকারীদের জন্য রেখে মৃত্যুবরণ করেছেন।
মিরাস বা ওয়ারিসি সম্পত্তির শর্তসমূহ
মিরাস বা ওয়ারিসি সম্পত্তি বণ্টনের নিয়ম পদ্ধতি
প্রকৃত ইসলাম ধর্মে মিরাসের বিধিবিধানগুলির বৈশিষ্ট্যসমূহ
পুরুষ উত্তরাধিকারীদের সংখ্যা
সর্বসম্মতিক্রমে পুরুষ উত্তরাধিকারীগণ হলেন দশজন। আর তারা হলেন সংক্ষেপে: পুত্র, তারপর পুত্রের পুত্র এবং তারপর নীচে যতো যায়। পিতা, তারপর পিতামহ এবং তারপর যতো ঊর্ধ্বে যায়। ভাই, তারপর ভাইয়ের পুত্র এবং চাচা, তারপর চাচাতো ভাই। স্বামী এবং ক্রীতদাসের মুক্তিদাতা।
মহিলা উত্তরাধিকারিণীদের সংখ্যা
সর্বসম্মতিক্রমে মহিলা উত্তরাধিকারিণীদের সংখ্যা হলো সাতজন। আর তারা হলেন সংক্ষেপে: কন্যা, তারপর পুত্রের কন্যা এবং তারপর নীচে যতো যায়। মাতা তারপর দাদী এবং তারপর যতো ঊর্ধ্বে যায়। বোন তারপর স্ত্রী এবং ক্রীতদাসীর মুক্তিদাত্রী।